Site icon Jamuna Television

বন্ধ ইমিগ্রেশন চালু করতে ভারতকে সরকারের অনুরোধ

করোনায় যেসব স্থলবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ হয়ে যায়, সেসব ইমিগ্রেশন পুনরায় চালু করতে ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগেই ফেনীতে বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু সংলগ্ন রামগড়ে ইমিগ্রেশন কার্যক্রম শুরু করতে চায় বাংলাদেশ।

এ সময় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, বাংলাদেশের সাথে নৌপথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে চায় ভারত। পুরোনো অবকাঠামো সংস্কার ও নতুন অবকাঠামো নির্মাণে সহায়তা নিয়ে আলোচনা চলছে।

/এমএন

Exit mobile version