Site icon Jamuna Television

চট্টগ্রাম-কক্সবাজার রুটে যান চলাচল বন্ধ

পাহাড়ি ঢলে চট্টগ্রামের চন্দনাইশের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। সড়কে পানি উঠায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে যান চলাচল বন্ধ রয়েছে। দেখা দিয়েছে দীর্ঘ যানজট। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

এদিকে, পানিতে রেললাইন তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম-দোহাজারী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কেরানীহাট, সাতকানিয়াসহ বিভিন্ন সড়ক ডুবে আছে পানিতে। ব্যাহত হচ্ছে যান চলাচল। সড়কেই চলছে নৌকা।

এদিকে, টানা ৪ দিন ভয়াবহ জলাবদ্ধতার ভোগান্তির পর কিছুটা স্বস্তিতে চট্টগ্রাম নগরবাসী। ভারী বৃষ্টি না হওয়ায় নগরীর বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেছে।

তবে, চকবাজারসহ নগরীর কিছু নিম্নাঞ্চলে এখনও জলাবদ্ধতা রয়েছে। এসব এলাকার বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কদিন ধরে পানিতে তলিয়ে থাকায় বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

/এমএন

Exit mobile version