Site icon Jamuna Television

ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন নারী চিকিৎসক

ডিএমসি করেসপন্ডেন্ট:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ডা. দেওয়ান আল মিনা মিশু (৩৩) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ আগস্ট) দিবাগত রাত সোয়া দুইটার দিকে আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ডা. দেওয়ান আল মিনা মিশুর ছোট ভাই দেওয়ান জিসান বলেন, আমার বড় বোনকে চলতি মাসের এক তারিখে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। তিনি ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। রাতে তিনি আইসিইউ লাইভ সাপোর্টে মারা যান।

ডা. দেওয়ান আল মিনা মিশু কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এমএস ফেস-বি কোর্স করছিলেন। তার স্বামী ডাক্তার শোয়েব আহমেদ ইসলামিয়া আই হাসপাতালে কর্মরত আছেন। দুই সন্তানের জননী ছিলেন ডা. মিশু। তাকে নারায়ণগঞ্জের রুপগঞ্জ এলাকায় জানাজা শেষে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন ছোট ভাই দেওয়ান জিসান।

এ নিয়ে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে একজন নারী চিকিৎসক ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান।

এসজেড/

Exit mobile version