Site icon Jamuna Television

পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা বন্ধ, মূল্যায়ন হবে ভিন্ন পদ্ধতিতে

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে পরীক্ষা না হলেও শিক্ষার্থীদের ভিন্ন উপায়ে মূল্যায়ন করা হবে। এ ক্ষেত্রে কোন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে তা পরবর্তীতে পরবর্তীতে আন্তমন্ত্রণালয় সভার মাধ্যমে নির্ধারিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৩ সালে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা নিয়ে আন্তমন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত হয়।

এর আগে করোনার কারণে সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল প্রাথমিক বৃত্তি পরীক্ষা। নতুন শিক্ষাক্রমেও এই পরীক্ষা নেয়ার কথা উল্লেখ নেই। অথচ গত বছরের শেষ দিকে এসে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেয়া হয়। এতে ব্যাপক সমালোচনা শুরু হয় বিভিন্ন মহলে। তারই ধারাবাহিকতায় এ বছর বৃত্তি পরীক্ষা নেয়ার উদ্যোগ নেয়া হয়েছিল। তবে ফের সে অবস্থান থেকে সরে এলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এসজেড/

Exit mobile version