
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের গোসাইরহাটে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু হলো সম্পর্কে আপন বোন। নিহত হাসিবা (৭) এবং হামিদা (৩) ওই গ্রামের বারেক চৌধুরীর মেয়ে। নিহতরা সম্পর্কে বোন।
মঙ্গলবার (৮ আগস্ট) সকালে উপজেলার নলমুড়ি ইউনিয়নের পাঁচকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে হামিদা ও হাসিবা বাড়ির উঠানে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায় তারা। এক পর্যায়ে পরিবার তাদের খুঁজে না পেয়ে স্থায়ীদের জানায়। পরে ডোবায় ভাসতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার ওসি মো. আসলাম সিকদার। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এসজেড/



Leave a reply