Site icon Jamuna Television

বিএনপির এক দফার দিন শেষ: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না। তারা নিষ্ঠুর ও প্রতিশোধ পরায়ণ। বিএনপির এক দফার দিন শেষ। দলটি চোখে মুখে অন্ধকার দেখছে।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে টিএসসিতে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিশ্ব রাজনীতিতে যারা মোড়লের ভূমিকায় তাদের নিজেদের দেশে গণতন্ত্র ও মানবাধিকার সম্পর্কে জানতে চেয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বললেন, সেখানে মানবাধিকার এতো ভুলন্ঠিত কেন।

মির্জা ফখরুলের উদ্দেশে ওবায়দুল কাদের প্রশ্ন করেন, একজন মানুষের কয়টা জন্মদিন থাকে। আপনার নেত্রীর ৬টা জন্মদিন কেন? এ নিয়ে সমালোচনা করে তিনি বলেন, তাদের রাজনীতি করার অধিকার নেই।

/এমএন

Exit mobile version