Site icon Jamuna Television

সরিয়ে দেয়া হলো শ্রাবণকে, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে রাশেদ

রাশেদ ইকবাল খান।

রাশেদ ইকবাল খানকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। রাশেদ ইকবাল বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি।

মঙ্গলবার (৮ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের অসুস্থতার কারণে সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খানকে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এদিকে, রওনকুল ইসলাম শ্রাবণের ঘনিষ্ঠ একাধিক ছাত্রদল নেতা যমুনা নিউজকে জানিয়েছেন, তিনি অসুস্থ নন, নিয়মিতই দলীয় কার্যালয়ে আসছেন। এমনকি শ্রাবণকে যখন দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়, তখন তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন।

উল্লেখ্য, রাশেদ ইকবাল খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। তার গ্রামের বাড়ি নরসিংদী।

/এমএন

Exit mobile version