Site icon Jamuna Television

রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত কৃষকের মৃত্যু

ফাইল ছবি

রাজশাহী ব্যুরো:

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইয়ুব আলী (৪০) নামের ডেঙ্গু আক্রান্ত এক কৃষকের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যায় ডেঙ্গু ওয়াডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক এফ এম এ শামীম আহমেদ জানান, রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক কৃষকের মৃত্যু হয়েছে। গত শনিবার (৫ আগস্ট) ডেঙ্গু জ্বর নিয়ে ওই কৃষক প্রথমে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি হন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার (৭ আগস্ট) তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৭৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন। যার মধ্যে স্থানীয় রোগী আছেন ৩৫ জন। এর আগে, চলতি বছরের জুলাই মাসের ৮ তারিখে রামেকে প্রথম ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

/এসএইচ

Exit mobile version