Site icon Jamuna Television

জাপানে টাইফুন জেবি’র আঘাতে নিহত ৯

জাপানে টাইফুন জেবি’র আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ বুধবার সকালে পশ্চিম উপকূলের ১২ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন।

এই ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিয়োটো আর ওসাকার মতো বড় বড় শহরগুলো। ভেঙে পড়েছে সড়ক, রেল ও নৌ যোগাযোগও।

এদিকে ঝড়ের কারণে দেশটির বিভিন্ন বিমানবন্দরে বাতিল হয়েছে ৮শ’ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। পানিতে তলিয়ে গেছে ওসাকার কানসাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রায় সব রানওয়ে আর বেজমেন্ট। আটকা পড়েছেন কয়েক হাজার যাত্রী।

ঝড়ো হাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে ২০ লাখের বেশি বসতবাড়িতে। বন্ধ রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আর অফিস-আদালত।

ঝড়টি গতি কমিয়ে উত্তরাঞ্চলের দিকে সরে গেলেও ভূমিধস আর বন্যার আশঙ্কায় সতর্কতা জারি রেখেছে প্রশাসন। ২৫ বছরের সবচেয়ে শক্তিশালী এ টাইফুন মঙ্গলবার সকালে ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে জাপানের মূল ভূখণ্ডে আছড়ে পড়ে।

Exit mobile version