Site icon Jamuna Television

প্রিমিয়ার লিগ শুরুর আগেই হাঁটুর ইনজুরিতে এনকুনকু

ছবি: সংগৃহীত

নতুন মৌসুম শুরুর মাত্র কয়েকদিন আগে বড় ধাক্কা চেলসি শিবিরে। লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন চেলসির ফরাসি ফরোওয়ার্ড ক্রিস্টোফার এনকুনকু। হাঁটুতে অস্ত্রোপচারের পর অনির্দিষ্ট সময়ের জন্য ছিটকে গেলেন তিনি।

গত সপ্তাহে প্রাক মৌসুম প্রীতি ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলার সময় চোট পান তিনি। আঘাত গুরুতর নয় ভেবে খেলা চালিয়ে যান এনকুনকু। পরে এক বিবৃতিতে ২৪ বছর বয়সী ফরওয়ার্ডের অস্ত্রোপচারের কথা জানায় চেলসি। তবে কবে নাগাদ ফিরতে পারবেন মাঠে সে বিষয়ে কিছু বলা হয়নি। ধারণা করা হচ্ছে ডিসেম্বর পর্যন্ত মাঠের বাইরে থাকতে পারেন তিনি।

চলতি গ্রীষ্মের দলবদলে লাইপজিগ থেকে চেলসিতে নাম লেখান এনকুনকু। যুক্তরাষ্ট্রে দলটির প্রাক-মৌসুম প্রস্তুতিতে ভালো খেলেন তিনি। পাঁচ ম্যাচে গোল করেন তিনটি। তার চোট তাই চেলসির জন্য দুর্ভাবনার কারণ হতে পারে।

আগামী রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে চেলসি।

/আরআইএম

Exit mobile version