Site icon Jamuna Television

দিল্লিতে যুব কংগ্রেসের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

ভারতীয় পার্লামেন্টে যখন সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ইস্যুতে বিতর্ক চলছিল; সে সময় রাজধানীর যন্তরমন্তরে বিক্ষোভ প্রদর্শন করেন যুব কংগ্রেসের কর্মী-সমর্থকরা। ইন্ডিয়া টাইমসের খবর।

মঙ্গলবার (৮ আগস্ট) কয়েক হাজার মানুষ জড়ো হন ‘সংসদ ঘেরাও’ কর্মসূচিতে। এ সময়, মনিপুরে চলমান সহিংসতা ইস্যুতে সরকারের নিশ্চুপ অবস্থানের ব্যাপারে প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। শুধু তাই নয়, মুদ্রাস্ফীতি-বেকারত্ব এবং ধর্মীয় সহিংসতার মতো বিষয়গুলো নিয়েও তারা স্লোগান দেন। ঐ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পবন খেরা, অলকা লামবা এবং সুপ্রিয়া শ্রীনাতের মতো কংগ্রেসের শীর্ষ নেতারা।

তাদের বক্তব্য, সত্যি কখনও চাপা থাকবে না। সম্মিলিত প্রয়াসে পার্লামেন্ট পর্যন্ত নেয়া হবে মনিপুর ইস্যু। এসময়, শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুব কংগ্রেসের প্রেসিডেন্ট শ্রীনিবাস’সহ আরও কয়েকজন কর্মীকে গ্রেফতার করা হয়। মনিপুরে গেলো কয়েক মাসের সংঘাতে ১৬১ জনের প্রাণ গেছে।

/আরআইএম

Exit mobile version