Site icon Jamuna Television

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি ১২ ও ১৩ সেপ্টেম্বর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে পুরনো কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে শুরু হয়েছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার কার্যক্রম। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১২ ও ১৩ সেপ্টেম্বর। ওইদিনও খালেদা জিয়াকে হাজির করতে বলেছেন আদালত। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হয় আজকের শুনানি।

যদিও এই প্রক্রিয়াকে আইনের পরিপন্থি আখ্যা দিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া। সকালে তিনিসহ খালেদা জিয়ার আইনজীবীরা জড়ো হন বকশীবাজারের বিশেষ আদালতে।

আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, যেহেতু এই আদালতে মামলার কার্যক্রমের দিন ধার্য ছিল; তাই তারা সেখানেই এসেছেন। এখন নিয়ম মতো গেজেটের কপি দিয়ে পরিবর্তিত আদালতের কথা জানাতে হবে। তারপরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

পরে বকশীবাজারে আদালত পরিবর্তনের গেজেট লাগানো হলে সেখান থেকে চলে যান খালেদা জিয়ার আইনজীবীরা।

Exit mobile version