Site icon Jamuna Television

দুদকের মুখোমুখি নারী ফুটবল লীগের চেয়ারম্যান কিরণ

অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদের অভিযোগে বাংলাদেশ নারী ফুটবল লীগের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৯ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন উপ-পরিচালক মো. ইয়াছির আরাফাত। ক্লাবসহ বিভিন্ন খাত থেকে অর্থ আত্মসাৎ এবং ঢাকায় ফ্ল্যাটসহ অবৈধ সম্পদ থাকার অভিযোগ রয়েছে মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে।

একই ধরনের অভিযোগে গতকাল মঙ্গলবার বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে কেনাকাটায় কোনো দুর্নীতি হয়নি, ফিফা বা বাফুফে কেউই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি করেন তিনি।

আবু নাইম সোহাগ বলেছেন, বাফুফে থেকে যে কেনাকাটা হয়েছে, সেটা বাজারমূল্যের চেয়ে বেশি দামে হয়নি। বাফুফে পণ্য বা সেবাগুলো বুঝে পেয়েছে। ফিফা বা বাফুফে কেউই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি বলেও দাবি করেন তিনি।

/এমএন

Exit mobile version