Site icon Jamuna Television

টেকনাফে সাত লাখ ইয়াবা জব্দ

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ সদরের উপকূলীয় এলাকা থেকে পাচারকারীদের ফেলে যাওয়া বস্তা থেকে ৭ লক্ষ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) দুপুরে এ তথ্য জানায় কোস্ট গার্ড।

তিনি জানান, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযান চলাকালে নৌকা থেকে বস্তা নিয়ে নামা কিছু ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদেরকে থামার সংকেত দেয় কোস্ট গার্ড। তারা বস্তাগুলো ফেলে দৌড়ে ঝাউবনে পালিয়ে যায়। পরে বস্তাগুলোতে থাকা সাত লক্ষ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা নিতে জব্দকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

/এএম

Exit mobile version