Site icon Jamuna Television

মেট্রোরেল: যাত্রার জন্য ১৫ অক্টোবরের মধ্যে প্রস্তুত হবে আগারগাঁও থেকে মতিঝিল অংশ

ফাইল ছবি।

১৫ অক্টোবরের মধ্যে রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশ বাণিজ্যিক যাত্রার জন্য প্রস্তুত হবে মেট্রোরেল। বুধবার (৯ আগস্ট) সকালে মেট্রোরেল এলাকায় গাছ লাগানো শেষে গণমাধ্যমকে এ কথা জানান সড়ক পরিবহন সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

১৫ অক্টোবরের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় দেয়া সাপেক্ষ্যে উদ্বোধনের দিন নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

এ সময় মেট্রোরেলের ব্যাবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল স্টেশন প্রথমে চালু করা হবে। আর আগারগাঁও থেকে মতিঝিল অংশে সীমিত পরিসরে চলবে মেট্রোরেল। পরে জানুয়ারি থেকে মেট্রোরেল উত্তরা-মতিঝিল চলবে একই শিডিউলে। আর পর্যায়ক্রমে সব স্টেশন চালু করা হবে বলেও জানান তারা।

/এমএন

Exit mobile version