Site icon Jamuna Television

মধ্যরাতে পিৎজা নিয়ে হাজির প্রেমিকার বাসায়, বাবাকে দেখে ছাদ থেকে পড়ে প্রেমিকের মৃত্যু

ছবি: প্রতীকী ছবি

প্রেমে প্রেমিক-প্রেমিকার জন্য মানুষ কতকিছুই না করে। এসব নতুন নয়। কিন্তু এবার এ ধারায় এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো গোটা ভারত। মধ্যরাতে পিৎজা নিয়ে প্রেমিক গিয়েছিল প্রেমিকার বাসায়। তবে প্রেমিকার বাবাকে দেখে ঘটেছে এক মহাবিপত্তি। পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে ওই প্রেমিকের। খবর ভারত এক্সপ্রেসের।

রোববার (৬ আগস্ট) ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদের বোরাহাবান্দা এলাকায়। নিহত প্রেমিকের নাম শোয়েব (২০)।

পুলিশের তথ্য অনুযায়ী, রোববার মাঝরাতে শোয়েব পিৎজা নিয়ে তার প্রেমিকার বাসার ছাদে দেখা করতে গিয়েছিল। এ সময় তারা বুঝতে পারে প্রেমিকার বাবা সিঁড়ি বেয়ে ওপরে আসছেন। শোয়েব দাঁড়িয়ে ছিলেন ছাদের একদম কার্নিশে। ভয় পেয়ে অসাবধানতাবশত সে নিচে পড়ে যায়। এ সময় সে ছাদের সাথে ঝুলে থাকা তার ধরে বাঁচার চেষ্টা করলেও, শেষ রক্ষা হয়নি।

পুলিশ আরও জানায়, চারতলা থেকে পড়ে শোয়েব মারাত্মকভাবে আহত হয়। এরপর তাকে ওসমানিয়া হাসপাতালে নিয়ে গেলে ভোর ৫টা ৩০ মিনিটে ডক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা পুলিশে অভিযোগ দায়ের করেছেন।

এটিএম/

Exit mobile version