Site icon Jamuna Television

নাইজারে অস্থিতিশীলতার সুযোগ নিচ্ছে ওয়াগনার গ্রুপ: যুক্তরাষ্ট্র

নাইজারে অস্থিতিশীলতার সুযোগ নিচ্ছে রাশিয়ার ভাড়াটে সেনা সংস্থা ওয়াগনার গ্রুপ। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

তবে নাইজারের পরিস্থিতির জন্য রাশিয়া বা ওয়াগনারের প্ররোচনা নেই বলেও জানান তিনি। তিনি বলেন, ওয়াগনার গ্রুপ যেখানেই যায় হত্যা, ধ্বংস ও অনাচারে লিপ্ত হয়। দেশটির অরাজক অবস্থার উন্নতির বদলে আরও অবনতি হয়েছে বলেও অভিযোগ করেন ব্লিনকেন।

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে জানানো হয়, সামরিক অভ্যুত্থানের জেরে নাইজারে ১০০ মিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। উন্নয়ন, নিরাপত্তা ও আইন প্রয়োগ খাতে দেয়া হতো এসব সাহায্য।

এটিএম/

Exit mobile version