Site icon Jamuna Television

কুবি ছাত্রলীগের সাবেক সভাপতি সবুজকে ১২ বছরের কারাদণ্ড

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন সবুজ। ছবি: সংগৃহীত

কুমিল্লা ব্যুরো:

অস্ত্র মামলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন সবুজকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৯ আগস্ট) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের অতিরিক্ত পিপি মুজিবুর রহমান বাহার।

মুজিবুর রহমান জানান, ২০১৫ সালে কুমিল্লার কোটবাড়ির সালমানপুর এলাকায় দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি রিভলবার ও একটি মোটরসাইকেলসহ ইলিয়াসকে গ্রেফতার করে র‍্যাব। অস্ত্র উদ্ধারের ঘটনায় সে সময় র‍্যাব বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা দায়ের করে। মামলার দীর্ঘ শুনানি শেষে বুধবার দুপুরে রায় ঘোষণা করেন আদালত। তবে এ সময় আদালতে উপস্থিত ছিলেন না অভিযুক্ত ছাত্রলীগনেতা সবুজ।

প্রসঙ্গত, সবুজের বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আধিপত্য, অস্ত্র-প্রদর্শন, টেন্ডারবাজি, নিয়োগ-বাণিজ্য, দুর্নীতিসহ নানান অনিয়মের অভিযোগে রয়েছে। যা বহুবার গণমাধ্যমের শিরোনাম হয়েছে।

এএআর/

Exit mobile version