Site icon Jamuna Television

চন্দনাইশে বন্যার পানিতে ভেসে যাওয়া দাদা-নাতির মরদেহ উদ্ধার

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো:

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বন্যার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়ার এক দিনের মাথায় দাদা-নাতির লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে পৃথক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দুজন হলেন- আবু সৈয়দ (৮১) ও আনিস (১২)। এদের মধ্যে আবু সৈয়দের মরদেহ চকরিয়ার পাটালিপুল এলাকা আর আনিসকে দোহাজারি থেকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৮ আগস্ট) সকালে গ্রামের বাড়ি বাঁশখালী যাওয়ার সময় প্রবল স্রোতে ভেসে যান তারা দুজন। এরপর, অনেক খোঁজাখুঁজি করেও তাদের দুজনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

জোড়া লাশ উদ্ধারের বিষয়ে চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, দুটি লাশ পাওয়া গেছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

/এসএইচ

Exit mobile version