Site icon Jamuna Television

ঢাকায় সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন কমিশনের সম্মেলন শুরু

নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। নির্বাচন ব্যবস্থায় নানা প্রতিকুলতা থাকলেও ফেমবোসার মত সংগঠন গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

আজ বুধবার ঢাকার র‌্যাডিসন হোটেলে দুই দিনব্যাপী সার্কভুক্ত আটটি দেশের প্রধান নির্বাচন কমিশনারদের সংগঠন ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিজ অব সাউথ এশিয়ার (ফেমবোসা) নবম সম্মেলন উদ্বোধনকালে স্পিকার এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারসহ সকলের কাছে নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে চায় কমিশন।

দক্ষিণ এশিয়ার নির্বাচনী ম্যানেজমেন্টদের সংগঠন ফেমবোসা। এর সদস্য দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তান। ২০১০ বাংলাদেশে প্রতিষ্ঠার পর বিভিন্ন দেশে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে।

Exit mobile version