Site icon Jamuna Television

এশিয়া কাপের জন্য পাকিস্তানের স্কোয়াড ঘোষণা

ছবি: সংগৃহীত

আসন্ন এশিয়া কাপ ও আফগানস্তান সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে অন্তর্ভুক্ত হয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা মিডল অর্ডার ব্যাটার তায়্যিব তাহির। এছাড়াও দলে জায়গা পেয়েছেন ফাহিম আশরাফ ও সৌদ শাকিল।

বুধবার (৯ আগস্ট) এশিয়া কাপের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে পিসিবি।

বড় আসরকে সামনে রেখে অলরাউন্ডার ফাহিম আশরাফকে ওয়ানডেতে ফেরানো হয়েছে। দুই বছর আগে পাকিস্তানের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ফাহিম। তবে এর থেকে বড় চমক ব্যাটার তায়্যিব তাহিরের নাম। সবশেষ ইমার্জিং এশিয়া কাপে দারুণ ছন্দে থাকা তায়্যিব তাহিরকে ডাকা হয়েছে এশিয়া কাপ মিশনে। পাকিস্তানের জার্সি গায়ে এরইমধ্যেই তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ফেলেছেন তাহির। গত মাসেই ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে ঝড়ো সেঞ্চুরি করেছিলেন তিনি।

এশিয়া কাপের আগে আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। সিরিজ এ টুর্নামেন্টকে সামনে রেখেই স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। আগামী ২২ থেকে ২৬ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাবর আজমরা।

এশিয়া কাপের পাকিস্তান স্কোয়াড: আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), আগা সালমান, ইফতিখার আহমেদ, তায়্যিব তাহির, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, উসামা মির, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।

এশিয়া কাপের জন্য ঘোষিত স্কোয়াডের সঙ্গে কেবল আফগানিস্তান সিরিজে খেলবেন সৌদ শাকিল।

/আরআইএম

Exit mobile version