Site icon Jamuna Television

ঢাকায় ফিরেই নতুন সিনেমার ঘোষণা দিলেন শাকিব

বিমানবন্দরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে হাস্যোজ্জ্বল শাকিব খান।

আমেরিকা থেকে ঢাকায় ফিরেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। ‘প্রিয়তমা’র সাফল্যের পর দিলেন নতুন সিনেমার খবর। জানালেন, সন্তানের প্রতি তার অন্য রকম ভালোবাসার কথাও।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন শাকিব খান। মুখোমুখি হন গণমাধ্যমের।

প্রায় মাস খানেক পর ফিরেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। এজন্যই বিমানবন্দরের ভিআইপি গেটে গণমাধ্যম কর্মীদের সাথে অপেক্ষায় ছিলেন শাকিবের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও। শাকিবকে বিমানবন্দরে রিসিভ করতে আসেন প্রিয়তমার প্রযোজক আরশাদ আদনান, চলচ্চিত্র পরিচালক তপু খান ও অনন্য মামুন।

সকাল সাড়ে দশটার দিকে ঢাকায় পৌঁছে ভিআইপি গেট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শাকিব। জানান, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেখানেই প্রিয়তমা চলছে সবখানে ভালো ব্যবসা করছে এই সিনেমা।

গত মাসে বড় সন্তান আব্রামকে নিয়ে আমেরিকায় সময় কাটিয়েছিলেন শাকিব খান। জানালেন, সমানে আরেক সন্তান শেহজাদকে সময় দেবেন। কারণ- সন্তানরা বাবার কাছে সবাই সমান।

এ প্রসঙ্গে শাকিব খান বলেন, আব্রাম-শেহজাদ দুই সন্তানের জন্য আমার সব সময় ভালোবাসা আছে। আব্রামকে সুন্দর মেমোরি দেয়ার চেষ্টা করেছি। আগামীতে শেহজাদও যাবে। তার প্রতিও আমার সমান ভালোবাসা থাকবে।

এর আগে, গত ৪ জুলাই রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন শাকিব খান। গত ঈদে ‘প্রিয়তমা’ মুক্তির পরেই অবকাশ যাপনে যান এ নায়ক। দ্রুতই নতুন সিনেমার কাজ শুরু করবেন তিনি। শাকিব প্রথম বাংলাদেশি নায়ক হিসেবে প্যান ইন্ডিয়ান সিনেমায় অভিনয় করবেন বলেও জানা গেছে।

/এসএইচ

Exit mobile version