Site icon Jamuna Television

তারেকের শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবে যুবলীগ: পরশ

তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর না করা পর্যন্ত যুবলীগ কর্মসূচি চালিয়ে যাবে বলে জানিয়েছেন সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

বিভিন্ন দাবি নিয়ে বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সমাবেশ করে যুবলীগের কেন্দ্রীয় কমিটি। এতে তিনি এ কথা জানান।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, তারেককে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করতে প্রশাসনকে বাধ্য করা হবে।

সমাবেশে যুবলীগের নেতারা বলেন, ক্ষমতায় আসতে না পেরে বিএনপি আবারও হত্যার ষড়যন্ত্র শুরু করেছে। সমাবেশ থেকে সচিবালয়ের উদ্দেশে মিছিল নিয়ে রওনা দেন যুবলীগের নেতারা। এ সময় জিরো পয়েন্টে মিছিলের গতিরোধ করে পুলিশ। পরে স্মারকলিপি নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা করে যুবলীগের প্রতিনিধি দল।

/এমএন

Exit mobile version