Site icon Jamuna Television

নাটোরে সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যুতে চালকের ১ দিনের রিমান্ড

স্টাফ রিপোর্টার,নাটোর
নাটোরের বনপাড়া-পাবনা মহাসড়কে চ্যালেঞ্জার পরিবহন ও  লেগুনার সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় চ্যালেঞ্জার পরিবহনের চালক শামীম হোসেনকে এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এ সময় চালকের সহকারী আব্দুস সামাদকে জামিন দিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক সুলতান মাহমুদ এই আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বনপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক তরিকুল ইসলাম জানান, শুনানির নির্ধারিত দিনে চ্যালেঞ্জার পরিবহনের চালক শামীম হোসেন ও তার সহকারী আব্দুস সামাদকে আদালতে হাজির করা হয়। এসময় আসামিদের পক্ষে তাদের আইনজীবী জামিনের আবেদন করেন। পরে বিচারক শুনানি শেষে চালক শামীম হোসেনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং চালকের সহযোগী আব্দুস সামাদকে জামিনে মুক্তি দেন।

এর আগে গত ৩০ আগস্ট চালক ও তার সহকারীকে আদালতে হাজির করে পুলিশ ৫ দিনের রিমান্ডের আবেদন করেন আদালতে। ওই দিন আদালত আজ ৫ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেছিলো।

Exit mobile version