Site icon Jamuna Television

সাহারায় মিললো ২৭ অভিবাসনপ্রার্থীর মরদেহ

সাহারা মরুভূমিতে মিললো ২৭ অভিবাসনপ্রার্থীর মরদেহ। তারা সবাই তিউনিসিয়া থেকে বিতাড়ণের শিকার, এমনটা জানিয়েছে লিবিয়ার সীমান্তরক্ষী বাহিনী। খবর আল জাজিরার।

তাদের দাবি, প্রায় প্রতিদিন দেড় শতাধিক আশ্রয়প্রার্থী পৌঁছাচ্ছেন সীমান্ত শহর মিসরাতায়। অঞ্চলটিতে দিনের বেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকড করা হয়েছে। পায়ে হেটে দীর্ঘপথ পাড়ি দেয়ার কারণে পানিশূণ্যতায় অনেক অভিবাসনপ্রার্থী হিটস্ট্রোক করছেন। লিবিয়া সীমান্ত পর্যন্তও আসতে পারছেন না। তাদের কাছে পর্যাপ্ত পানি, খাবার বা তাবু না থাকার কারণে বাড়ছে প্রাণহানি। মানবেতর সংকট সৃষ্টির জন্য তিউনিসিয়াকে দায়ী করছে হিউম্যান রাইটস ওয়াচ।

তারা বলছে, জুলাইয়ে তিউনিসিয়ার বন্দর নগরী স্ফাসেক্সে ছড়ায় অসন্তোষ। প্রাণ হারান এক স্থানীয়। এরপরই আফ্রিকান অভিবাসনপ্রার্থীদের প্রবেশে বাঁধা দেয় দেশটি। ঠেলে দেয় মরুভূমির দিকে।

এটিএম/

Exit mobile version