Site icon Jamuna Television

এইচএসসি পরীক্ষা পেছানো ও নম্বর কমানোর দাবিতে আজও শিক্ষার্থীদের বিক্ষোভ

এইচএসসি পরীক্ষা পেছানো ও নম্বর কমানোর দাবিতে আজ বৃহস্পতিবারও (১০ আগস্ট) বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে একদল শিক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ড আফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে তারা।

ঘণ্টাখানেক পর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীদের প্রতিনিধি দল। তাদের দাবি, দুই বছরের সিলেবাস মাত্র ১৫ মাসে শেষ করা সম্ভব না। ডেঙ্গু পরিস্থিতি ও বিভিন্ন জেলায় বন্যার কারণে অনেক পরীক্ষার্থী প্রস্তুতি নিতে পারেনি। এ পরিস্থিতিতে সিলেবাস কমিয়ে ৫০ নম্বরে পরীক্ষা নিতে হবে।

আগামী রোববারের (১৩ আগস্ট) মধে দাবি আদায় না হলে শিক্ষা বোর্ডে আবারও তালা লাগিয়ে লাগাতার আন্দোলন চলবে বলে জানিয়েছে পরীক্ষার্থীরা। এদিকে, শিক্ষার্থীদের দাবির বিষয়ে শিক্ষামন্ত্রীর সাথে আলাপ-আলোচনা করা হবে বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান।

/এমএন

Exit mobile version