Site icon Jamuna Television

আগামীতে জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে যাবে: মুজিবুল হক চুন্নু

আওয়ামী লীগ এবং বিএনপি’র দুঃশাসন থেকে জনগণ এখন মুক্তি চায়। জনগণ এই দুইটি দলকে আর ক্ষমতায় দেখতে চায় না। আগামী নির্বাচনে নিঃসন্দেহে জনগণ জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে আসবে। এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলনে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, এই সরকারের অধীনে নির্বাচন করা সম্ভব নয়। কারণ দেশ ও জনগণ এই নির্বাচনকে বিশ্বাস করে না। আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে যাওয়ার পরিকল্পনা নিয়েছে। সেই লক্ষ্যে জেলা উপজেলার প্রত্যেক ইউনিটকে শক্তিশালী করতে কাজ করছে দল। তবে দেশ ও জনগণের সিদ্ধান্ত মতে পরিকল্পনা পরিবর্তন করা যেতে পারে। এখন পর্যন্ত আমরা একক নির্বাচনে অটল রয়েছি।

এটিএম/

Exit mobile version