Site icon Jamuna Television

বেলারুশের ওপর ভিসা ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

এবার বেলারুশের ওপর ভিসা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র। দেশটির সাত বিচারকসহ শীর্ষ শতাধিক কর্মকর্তার ওপর ভিসা দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। খবর রয়টার্সের।

পাশাপাশি বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সহযোগী পাঁচ ব্যক্তি এবং ৮ প্রতিষ্ঠানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বেলারুশে ত্রুটিপূর্ণ নির্বাচনের তিন বছরে যুক্তরাষ্ট্রের এ নিষেধাজ্ঞা।

পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানান, জালিয়াতিপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনের তিন বছর পূরণ হয়েছে দেশটিতে। লুকাশেঙ্কো সরকারের ধরপাকড়-দমন-পীড়নের প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। কারণ যুক্তরাষ্ট্র আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধায় বিশ্বাস করে।

এটিএম/

Exit mobile version