Site icon Jamuna Television

অনুশীলন চলাকালে ব্রাজিলিয়ান ফুটবলারের মৃত্যু

ছবি: সংগৃহীত

ট্রেনিং চলার সময়ই পরপারে চলে গেলেন ব্রাজিলিয়ান ক্লাব, বাহিয়া ডি ফেইরা’র স্ট্রাইকার ডিওন।

মাত্র তিনদিন আগেই দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন। সিরিআ-ডি এর পরের ম্যাচকে সামনে রেখে বুধবার (৯ আগস্ট) ছিল ক্লাবের পূর্বনির্ধারিত ট্রেনিং সেশন। সেখানেই আচমকা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃতুবরণ করেন ৩৬ বছর বয়সী এই ফুটবলার। ক্লাবের মেডিকেল স্টাফরা সঙ্গে থাকলেও বাঁচানো যায়নি তাকে। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাহিয়া ফুটবল ফেডারেশন, তার সাবেক এবং বর্তমান ক্লাবগুলো। একইসঙ্গে শোক প্রকাশ করেছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন (সিবিএফ)

ছোট শহরের বড় তারকা হিসেবেই বেশি পরিচিত ছিলেন ডিওন। বাহিয়া শহরের বিভিন্ন ক্লাবে পার করেছেন পুরো ক্যারিয়ার। ২০২৩ সালে ২৩ ম্যাচ খেলে ৫ গোল আর এক অ্যাসিস্ট করেছেন ডিওন। বাহিয়া শহরের বিভিন্ন ক্লাবে পার করেছেন পুরো ক্যারিয়ার। ফ্লুমিনেন্সে ডি ফেইরা, জুয়াজিরেন্স, অ্যাতলেতিকো ডি আলাগুইনাস এবং জ্যাকোবিনা ক্লাবে পার করেছেন ক্যারিয়ার।

/আরআইএম

Exit mobile version