Site icon Jamuna Television

রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজির সময় হাতেনাতে গ্রেফতার তৃতীয় লিঙ্গের ১০ সদস্য

রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজির সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে হিজড়া সর্দার জুলিসহ ১০ জনকে। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদী হোমসে গিয়ে চাঁদা দাবি করলে টাকা না দেয়ায় ঔই বাড়ির বাসিন্দা ও নিরাপত্তাপ্রহরীদের মারধর করে তারা। পরে পুলিশে খবর দিলে তাদের আটক করা হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি বাসার বাসিন্দাদের কাছে চাঁদা দাবি করছে হিজড়াদের একটি গ্রুপ। হঠাৎই কিছু বুঝে উঠা আগে ওই বাসিন্দাকে মারধর শুরু করে হিজড়ারা। বাঁধা দিলে বাসার দারোয়ানকে মারধর করে তারা।

পুলিশ জানায়, এ ঘটনায় ভুক্তভোগী থানায় চাঁদাবাজি, মারধর, ভয়ভীতি দেখানোর অভিযোগে আটক হিজড়াদের বিরুদ্ধে মামলা করে। পরে সেই মামলা তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এটিএম/

Exit mobile version