Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামরুল হাসান নামে মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে। কামরুল সদর উপজেলার শাকচর গ্রামের বায়তুন নুর হোসনেয়ারা জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি পটুয়াখালী জেলার আব্দুল মান্নানের ছেলে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে এশার আজান দিতে গিয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ২ বছর ধরে কামরুল ইসলাম শাকচরের বায়তুন নুর হোসনেয়ারা জামে মসজিদে ইমামতি করে আসছেন। এশার নামাজের আজান দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আশঙ্কাজনক অবস্থায় কামরুলকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ নিয়ে সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এসজেড/

Exit mobile version