
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে তোশাখানা মামলায় তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। পিটিআই চেয়ারম্যানকে শনিবার সন্ধ্যাতেই দেশটির পাঞ্জাবের আত্তক কারাগারে পাঠানো হয়েছে। খবর জিওর।
গ্রেফতারের পর বৃহস্পতিবার (১০ আগস্ট) প্রথমবারের মতো জেলে ইমরান খানের সঙ্গে দেখা করেছেন তার স্ত্রী বুশরা বিবি। এ সময় বুশরার সঙ্গে ছিলে ইমরান খানের আইনজীবীরা।
ইমরান খান ও বুশরা বিবির মধ্যে প্রায় এক ঘণ্টা ধরে কথা হয়। তবে আইনজীবী নাঈম পাঞ্জোতা, শের আফজাল মারওয়াত এবং আলি ইজাজ বুট্টার ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি পাননি।
নাঈম পাঞ্জোথা জানিয়েছেন, বুশরা বিবি ইসলামাবাদ হাই কোর্ট থেকে ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি পান। সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, কোর্টের নির্দেশনা দেখানোর পরেও ইমরান খানের সঙ্গে লিগ্যাল টিমের দেখা করতে দেয়া হয়নি।
এটিএম/



Leave a reply