Site icon Jamuna Television

আজ শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ ও লা লিগা, মেসি-রোনালদো ছাড়া মাঠে গড়াচ্ছে ইউরোপীয় ফুটবল

আজ শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ। ছবি: সংগৃহীত

আজ শুরু হচ্ছে ইউরোপের শীর্ষ লিগের তিনটি– ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও ফ্রেঞ্চ লিগ। তিন লিগ একই দিনে শুরু হলেও সময়ের হিসাবে আগে শুরু হচ্ছে লা লিগা।

প্রায় দুই যুগ খেলার পর ইউরোপ থেকে সরে গিয়ে সৌদি আরবে ফুটবল খেলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর, ক’দিন আগে লিওনেল মেসি চলে গেছেন আমেরিকায় ফুটবল খেলতে। প্রায় দু’যুগ পর দুই কিংবদন্তিকে ছাড়া শুরু হচ্ছে ইউরোপীয় ফুটবল।

আকর্ষণের কেন্দ্রে থাকছে ইংলিশ প্রিমিয়ার লিগ। কারণ বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি মাঠে নামছে। তাদের খেলা ২০২৩-২৪ মৌসুম প্রিমিয়ার লিগে ফেরা বার্নলির বিপক্ষে। এই ম্যাচে লড়াইটা গুরু-শিষ্যেরও। বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি। গত মৌসুমে ট্রেবল জিতেছে সিটিজেনরা।

এবার প্রিমিয়ার লিগে কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে। খেলোয়াড় বদল, ইনজুরিতে পড়া ইত্যাদি বিষয়গুলোর সময় আলাদাভাবে ধরে দেওয়া হবে ইনজুরি সময়ে। কাতার বিশ্বকাপে ফিফার এমন নিয়ম ছিল। এছাড়া, খেলা চলাকালে ডাগআউটের সামনে নির্ধারিত স্থানে কোচিং প্যানেলের একজনের বেশি অবস্থান করলে দেওয়া হবে হলুদ কার্ড।

আজ লা লিগায় প্রথম দিনে থাকছে দুটি ম্যাচ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আলমেরিয়া ও রায়ো ভায়েকানো। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। দ্বিতীয় ম্যাচটি সেভিয়া ও ভ্যালেন্সিয়ার। স্পেন ও ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ। মৌসুমের প্রথম ম্যাচটি তারা খেলবে শনিবার অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে। রবিবার বার্সেলোনাও তাদের প্রথম ম্যাচটি খেলবে প্রতিপক্ষের মাঠে, গেতাফের বিপক্ষে।

নিস ও লিলের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ফ্রেঞ্চ লিগ। চ্যাম্পিয়ন পিএসজি প্রথম ম্যাচটা খেলবে শনিবার লরিয়ের বিপক্ষে। এবার ফ্রেঞ্চ লিগে দলের সংখ্যা কমে গেছে। গত মৌসুমে ২০টি দল খেললেও এবার লিগ হবে ১৮ দলের।

/এএম

Exit mobile version