Site icon Jamuna Television

ইনজুরিতে রিয়ালের কর্তোয়া, মৌসুম শেষের আশঙ্কা

পুরো মৌসুম মাঠে না থাকার শঙ্কা কর্তোয়ার। ছবি: সংগৃহীত

মৌসুম শুরুর আগেই বড় দুঃসংবাদ পেল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ইনজুরিতে পড়েছেন থিবো কর্তোয়া। অ্যান্টিরিয়োর ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে গেছে এই বেলজিয়ান গোলরক্ষকের। অস্ত্রোপচার করা হলে হয়তো পুরো মৌসুমই মাঠের থাকতে পারেন তিনি। খবর গোল ডটকমের।

অনুশীলনের মাঝপথেই কার্লো আনচেলত্তির জন্য খারাপ খবরটি আসে। কোর্তোয়ার লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামী কয়েকদিনের মধ্যেই তার অস্ত্রোপচার করার কথা জানিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রাথমিক পরীক্ষায় কোর্তোয়ার বাঁ পায়ে এসিএল ইনজুরি ধরা পড়েছে বলে জানিয়েছে ক্লাব কতৃপক্ষ। যার কারণে তার এমআরআই করানো হবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে আগামী কয়েকদিনের ভেতর অস্ত্রোপচার করানো হবে কোর্তোয়ার।

কোর্তোয়ার ইনজুরি রিয়ালের পাশাপাশি বেলজিয়ামের জন্যও বড় দুঃসংবাদ। আঘাত গুরুতর হলে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। এছাড়া ইউরোর বাছাইপর্বেও দ্বিতীয় স্থানে আছে দলটি। এক ম্যাচ কম খেলে অস্ট্রিয়ার চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে আছে রেড ডেভিলরা।

/এএম

Exit mobile version