Site icon Jamuna Television

অবশেষে বায়ার্ন মিউনিখেই যাচ্ছেন হ্যারি কেইন?

হ্যারি কেইনের আগামী পথ কি বায়ার্নের দিকে? ছবি: সংগৃহীত

দলবদলের বাজার শুরু হতেই ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের জন্য প্রতিযোগিতার দৌড়ে খুব সম্ভবত জিততে চলেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। এই তারকা ফুটবলারের তিন দফা নিলাম প্রস্তাবের পর এবার বায়ার্নের দেওয়া এক হাজার ২০৭ কোটি টাকারও বেশি অঙ্কের প্রস্তাবে সম্মতি দিয়েছে কেইনের বর্তমান ক্লাব টটেনহাম। খবর বিবিসির।

টটেনহামের মালিক ড্যানিয়েল লেভি বায়ার্নের প্রস্তাব প্রাথমিকভাবে মেনে নিয়েছেন। কেইনের জন্য বুন্দেস লিগার ক্লাবটি আনুমানিক ১০০ মিলিয়ন ইউরোর (এক হাজার ২০৭ কোটি টাকারও বেশি) প্রস্তাব দিয়েছিল। এর আগে বাভারিয়ানরা আরও তিন দফা প্রস্তাব দিলেও তাতে সাড়া দিচ্ছিল না টটেনহাম। এখন কেবল কেইনের সম্মতির অপেক্ষায় আছে ক্লাব দুটি। দুই পক্ষে মেনে নিলেও এখনও কেইনের কাছ থেকে স্বীকৃতি পায়নি তারা। বিষয়টি এখন সম্পূর্ণ খেলোয়াড়ের কোর্টে।

এছাড়া, ক্লাব দুটি চুক্তির প্রস্তুতি নিলেও ইংলিশ এই খেলোয়াড়কে এখনও মিউনিখে শারীরিক পরীক্ষায় পাস করতে হবে। চুক্তিটি সম্পন্ন হলে কেইন হবেন বুন্দেসলিগার সবচেয়ে বড় অঙ্কের ট্রান্সফার হওয়া খেলোয়াড়।

/এএম

Exit mobile version