Site icon Jamuna Television

পানির সন্ধানে ৪৭ বছর পর রাশিয়ার চন্দ্রাভিযান

আলজাজিরা থেকে সংগৃহীত ছবি।

দীর্ঘ ৪৭ বছর পর, চাঁদে অবতরণের জন্য নভোযান উৎক্ষেপণ করলো রাশিয়া। শুক্রবার ভোরে উৎক্ষিপ্ত হয় রাশিয়ার ‘লুনা-টোয়েন্টি ফাইভ’ নামের নভোযান। যেটি বহন করছে সয়ুজ সিরিজের একটি রকেট। খবর আলজাজিরার।

শুক্রবার (১১ আগস্ট) সকালে দেয়া আনুষ্ঠানিক এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করে রুশ মহাকাশ গবেষণা সংস্থা- রসকসমস। এমন সময় রাশিয়া অভিযান শুরু করলো, যখন ভারতের চন্দ্রযান-থ্রি পৃথিবীর একমাত্র উপগ্রহের কাছাকাছি পৌঁছেছে। এর আগে, রাশিয়া সর্বপ্রথম ও সবশেষ চন্দ্রাভিযান পরিচালনা করেছিলো ১৯৭৬ সালে।

রসকসমস জানিয়েছে, একটি ল্যান্ডারসহ ভস্তোশনি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করেছে ‘লুনা-টোয়েন্টি ফাইভ’। চার পা বিশিষ্ট ল্যান্ডারটির ওজন ৮০০ কেজির মতো। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী ২৩ আগস্ট চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুতে অবতরণ করবে লুনা-টোয়েন্টি ফাইভ। চাঁদে পানির অস্তিত্ব আছে কিনা- মূলত সেটিই জানার চেষ্টা করবে এ নভোযান।

এছাড়া, চাঁদের মাটির নমুনা পরীক্ষা ও দীর্ঘমেয়াদী গবেষণা পরিচালনায়ও সহায়তা করবে লুনা-টোয়েন্টি ফাইভ।

/এসএইচ

Exit mobile version