Site icon Jamuna Television

তিন ম্যাচের জন্য নিষিদ্ধ মার্সেলো

ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন ডিফেন্ডারকে ট্যাকল করতে গিয়ে তার পা ভেঙে ফেলার কারনে সাবেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলোকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল। ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি ছয় হাজার ইউরো জরিমানাও গুনতে হবে রিয়াল মাদ্রিদের সাবেক তারকাকে।

গত সপ্তাহে লাতিন আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর কোপা লিবার্তাদোরেসের ম্যাচে এই দুঃখজনক ঘটনাটি ঘটে। আর্জেন্টিনার বুয়েনস আইরেসের দিয়াগো ম্যারাডোনা স্টেডিয়ামে মুখোমুখি লড়াইয়ে নেমেছিল ব্রাজিলের ফ্লুমিনেন্স ও আর্জেন্টিনার আর্জেন্টিনোস জুনিয়র্স। ব্রাজিলের ক্লাবটির হয়ে খেলেছিলেন সাবেক তারকা ফুটবলার মার্সেলো।

ম্যাচের তখন ৫৫ মিনিট। বল কাটানোর চেষ্টা করছিলেন মার্সেলো। পাশ থেকে ছুটে এসে বাঁ পা বাড়িয়ে দেন আর্জেন্টিনোস জুনিয়র্সের ডিফেন্ডার লুসিয়ানো সানচেজ। মার্সেলোর পা গিয়ে পড়ে সানচেজের বাড়িয়ে দেয়া পায়ের ওপর। মুহূর্তেই সেই পা ভেঙে উল্টো দিকে একদম মুচড়ে যায়। পায়ের দুই হাড় সংযুক্ত করতে সানচেজকে বেশ কয়েকটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হবে এবং সেরে উঠতে ১০ থেকে ১২ মাস সময় লাগবে।

/আরআইএম

Exit mobile version