Site icon Jamuna Television

টঙ্গীতে ট্রেন ডাকাতির ঘটনায় আটক ৯ জন

ট্রেন ডাকাতির ঘটনায় ৯ জন আটক।

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:

টঙ্গীতে ট্রেন ডাকাতির ঘটনায় ৯ জনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে টঙ্গী এলাকা থেকে তাদের আটক করা হয়।

রেলওয়ে পুলিশ জানায়, রাত আনুমানিক দশটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কর্ণফুলী ট্রেন আরেকটি ট্রেনকে যাওয়ার সুযোগ দিতে টঙ্গী স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থান করে। এসময় কয়েকজন যাত্রী নিচে নামার পর ছিনতাইকারীদের কবলে পড়ে। পরে অন্য যাত্রীরা চিৎকার শুরু করলে ছিনতাইকারীরা ট্রেনে পাথর মেরে পালিয়ে যায়। এ নিয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১৩ জন আহত হয়।

নিরাপত্তার স্বার্থে যাত্রাপথে ট্রেনগুলোকে স্টেশন ছাড়া অন্য কোথাও না থামাতে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান পুলিশ কর্মকর্তারা।

/এএম

Exit mobile version