Site icon Jamuna Television

বিশ্বকাপের সম্ভাব্য সেমি ফাইনালিস্টের নাম জানালেন সেওয়াগ

ছবি: সংগৃহীত

কেটে গেছে বিশ্বকাপের সূচি নিয়ে জটিলতা। বুধবার (৯ আগস্ট) ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের পরিবর্তিত সূচি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরই মধ্যে অনেক সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা বিশ্বকাপ নিয়ে বিভিন্ন ভবিষ্যদ্বাণী শুরু করেছেন। এবার সে তালিকায় নাম লেখালেন সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর সেওয়াগ।

৫ অক্টোবর ভারতে শুরু হতে যাওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপে ভারতসহ যে চার দল সেমিফাইনালে খেলতে পারে বলে জানিয়েছেন সেওয়াগ।

ভারতের বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ক্রিকেটার সেওয়াগ বলেন, আমাকে যদি বিশ্বকাপের চারটি সেমিফাইনাল দল বেছে নিতে বলা হয়, আমি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তানকে বেছে নেবো।

ভারতীয় সাবেক এই তারকা ওপেনার আরও বলেন, বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড অবশ্যই থাকবে। কারণ তারা অসাধারণ ক্রিকেট খেলে। তারা উপমহাদেশে ভালো ক্রিকেট খেলতে পারে।

/আরআইএম

Exit mobile version