Site icon Jamuna Television

প্রাকৃতিক দুর্যোগ কবলিত স্থান ব্যতীত বাকি কেন্দ্রগুলোতে যথাসময়ে পরীক্ষা: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি:

দেশের কোনো পরীক্ষাকেন্দ্র যদি প্রাকৃতিক দুর্যোগ কবলিত হয়, তাহলে সেখানে স্থানীয়ভাবে পরীক্ষা বন্ধ রাখা হবে, বাকি কেন্দ্রগুলোতে যথাযথভাবে পরীক্ষা চলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেই সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণের আহ্বানও জানান তিনি।

শুক্রবার (১১ আগস্ট) দুপুরে চাঁদপুর লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, দেশে বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা বাড়লেও তাতে পাবলিক পরীক্ষা বন্ধ রাখার মতো সুযোগ নেই। কিছু পরীক্ষার্থী পরীক্ষার আগে আতঙ্কিত হয়ে প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি। তবে তাদের জন্য প্রায় ১৪ লক্ষ পরীক্ষার্থী, যারা এরই মধ্যে পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করেছে, তাদের পরীক্ষা পিছিয়ে দেয়া যায় না।

এ সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, কোভিডের কারণে অনেক পিছিয়ে পরীক্ষা নিতে হচ্ছে। তাই গত বছরের চেয়ে এ বছর এগিয়ে পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে। আগামী বছর স্বাভাবিক সময়ের যত কাছাকাছি সময়ে সম্ভব, পরীক্ষা এগিয়ে নিয়ে আসার চেষ্টা করা হবে। তাই আন্দোলনরত শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান তিনি।

এসজেড/

Exit mobile version