Site icon Jamuna Television

এশিয়া কাপে বাংলাদেশের ১৭ সদস্যের দল; ঘোষণা শনিবার

ছবি: সংগৃহীত

৩০ আগস্ট পাকিস্তান-শ্রীলঙ্কা শুরু হবে এশিয়া শ্রেষ্ঠত্বের লড়াই। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে শনিবার (১২ আগস্ট) ১৭ সদস্যের দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার (১১ আগস্ট) গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। একই সময়ে এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য সাকিব আল হাসানকে ওয়ানডে অধিনায়ক হিসেবে ঘোষণা দিয়েছেন বিসিবি বস।

বিসিবি সভাপতি বলেন, আমার জানা মতে, কাল ওদের (নির্বাচক) দল ঘোষণা করার কথা। নির্বাচকরা লম্বা একটা দল তৈরি করেন। কোচ এবং অধিনায়কের সঙ্গে কথা বলে সেটা চূড়ান্ত করেন। কোচ যেহেতু কাল আসলেন, অধিনায়ক ঠিক করা হয়নি। এখন আমার ধারণা, আলাপ করে দলটা কাল ঘোষণা করে দেবে।

বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন জাতীয় দলের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে। তিনি ঢাকায় এসে নির্বাচকদের সঙ্গে বসে এশিয়া কাপের দল চূড়ান্ত করেছেন।

/আরআইএম

Exit mobile version