Site icon Jamuna Television

‘যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপেই ক্ষমতাচ্যুত হন ইমরান খান’, বাইডেন প্রশাসনের গোপন নথি ফাঁস

যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপেই ক্ষমতাচ্যুত করা হয়েছে সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে। বাইডেন প্রশাসনের গোপন নথি ফাঁস করে এমন দাবি করেছে মার্কিন গণমাধ্যম দ্য ইন্টারসেপ্ট।

গত ৯ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষ না নেয়ার কারণেই ক্ষমতা হারিয়েছেন ইমরান খান। রাশিয়ায় সফর এবং ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ অবস্থানের ঘোষণাই কাল হয়ে দাঁড়ায় পিটিআই নেতার জন্য। এসব কারণেই অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে সরিয়েছে যুক্তরাষ্ট্র।

প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেন ইস্যুতে পাকিস্তানের অবস্থান নিয়ে একটি গোপন বৈঠক করেন মার্কিন কূটনীতিক ডোনাল্ড লু এবং ওয়াশিংটনে পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মজিদ খান। তাদের কথপোকথনের গোপন তারবার্তা পৌঁছেছে দ্য ইন্টারসেপ্টের হাতে। তারই আলোকে তৈরি করা হয় ওই প্রতিবেদন। অবশ্য এ প্রতিবেদন নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি বাইডেন প্রশাসন।

এসজেড/

Exit mobile version