Site icon Jamuna Television

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে লেবার পার্টির বিক্ষোভ

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার এক দফা দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ লেবার পার্টি। শুক্রবার (১১ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মিছিল থেকে এ দাবি জানানো হয়।

এ সময় লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, এই সরকার আর ক্ষমতায় থাকার অধিকার রাখে না। দেশের মানুষ ভালো নেই। এ অবস্থায় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ছাড়া অন্য কোনো কিছু চায় না জনগণ।

অন্যান্যরা বলেন, সরকারের সমালোচনা করলেই নানা নির্যাতনের শিকার হতে হয় সাধারণ মানুষকে। আওয়ামী লীগ সরকার এতটাই ভারত নির্ভর হয়েছে যে, ভারতের কিছু সমালোচনা করলেও নির্যাতন নিগৃহের শিকার হতে হয়। এ অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজছে মানুষ। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না দিলে আন্দোলন দানা বেধে উঠবে বলে জানায় বাংলাদেশ লেবার পার্টি।

এটিএম/

Exit mobile version