Site icon Jamuna Television

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, নতুন ভর্তি ২০৪৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রন্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯ জন। হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২ হাজার ৪৬ জন। শুক্রবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ৮৫৩ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ১৯৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ৬৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০ হাজার ৭৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭০ হাজার ২৬ জন। মারা গেছেন ৩৭৩ জন। এর মধ্যে ঢাকা সিটির ২৮৯ জন এবং ঢাকা সিটির বাইরের ৮৪ জন।

এটিএম/

Exit mobile version