Site icon Jamuna Television

গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করতে শেখ হাসিনার বিকল্প নেই: আমু

গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু।

শুক্রবার (১১ আগস্ট) রাজধানীর উত্তরায় শান্তি সমাবেশে এ মন্তব্য করেন তিনি। বলেছেন, শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঠেকাতে আসলে বা সহিংসতা করলে প্রতিহত করা হবে।

সমাবেশে ১৪ দলের নেতারা অভিযোগ করে বলেন, গণতন্ত্রের পেছনে ছুরিকাঘাত করে নির্বাচন বানচালের পাঁয়তারা করছে বিএনপি জোট। জনগণের সমর্থন না থাকায় নির্বাচনে অংশ নিতে ভয় পাচ্ছে তারা।

/এমএন

Exit mobile version