Site icon Jamuna Television

পাবনায় চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

পাবনা প্রতিনিধি

বে-সরকারি স্কুল, কলেজ, মাদ্রসার শিক্ষক-কর্মচারীদের ৫% প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, বাড়িভাড়া, সর্বোপরি জাতীয়করণের দাবিতে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) পাবনা জেলা শাখার উদ্যোগে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন (স্বাশিপ) পাবনা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মেনহাজ উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ তেলাওয়াত হোসাইন খান, দৈনিক সিনসার সম্পাদক ও প্রকাশক এস.এম.মাহবুব আলম, পাবনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আনছার উল্লাহ প্রমুখ ।

Exit mobile version