Site icon Jamuna Television

শিশুর কান্না থামাতে ফিডারে মদ দিলেন মা

শিশুর কান্না থামাতে মায়েরা নানা রকম পন্থা অবলম্বন করে থাকেন। তবে এবার ঘটেছে অন্যরকম এক ঘটনা। বাচ্চার কান্নায় বিরক্ত হয়ে সন্তানের ফিডারে দিয়েছেন মদ। খবর নিউইয়র্ক টাইমের।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে। শিশুটির বয়স মাত্র সাত সপ্তাহ। শিশুর জীবনকে বিপন্ন করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৩৭ বছর বয়স্ক মা অনেস্টি দে লা টোরেকে। মাতাল অবস্থায় উদ্ধার করা হয়েছে ভুক্তভোগী শিশুটিকে।

শিশুর বর্তমান অবস্থা কী তা প্রকাশ করেনি পুলিশ। তার মা দে লা টোরেকে গ্রেফতার করে ওয়েস্ট ভ্যালি ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। তাকে আদালতে তোলা হবে।

এটিএম/

Exit mobile version