Site icon Jamuna Television

আইওএসের নতুন আপডেটে বড় পরিবর্তন আসছে

আগামী মাসে আসবে আইওএসের নতুন আপডেট আইওএস-১৭। নতুন এই আপডেটে কল এন্ড বাটনটি হয়তো আর আগের মতো মাঝখানে থাকবে না। বেটা টেস্টাররা জানিয়েছেন, এটি মাঝে না থেকে কোনও এক দিকে সরে যেতে পারে। নতুন আপডেট অনুযায়ী এটি ডান পাশে সরে যেতে পারে। খবর ডেইলি মেইলে।

সংবাদ মাধ্যমটি জানায়, বর্তমানের আইওএস-১৬ অনুযায়ী লাল রংয়ের এন্ড বাটনটি স্ক্রিনে সবার নিচে রয়েছে। আর বাকি ছয়টা অপশন যেমন মিউট, কি-প্যাড, অডিও, অ্যাড কল, ফেস টাইম এবং কন্ট্যাক্টস এগুলো রয়েছে ঠিক এর ওপরে।

এছাড়া লে-আউটও পরিবর্তিত হচ্ছে। ছয়টি বাটনের তালিকা থেকে কন্টাক্টস বাটনটি সরে যাচ্ছে। এটি সরে সবার নিচে চলে আসছে। বাকি পাঁচটি বাটনকেও তাদের অবস্থানে পরিবর্তন আনা হচ্ছে। আর এন্ড বাটনটি সেই ছয় বাটনের গ্রিডে স্থান পাচ্ছে। তবে এতে করে ব্যবহারকারীরা বিড়ম্বনায় পড়বে বলে মনে করা হচ্ছে।

এটিএম/

Exit mobile version