Site icon Jamuna Television

‘খালেদা জিয়ার হাজিরা-বিচার কাজের সুবিধার জন্যই অস্থায়ী আদালতের ব্যবস্থা’

খালেদা জিয়ার হাজিরা এবং বিচার কাজের সুবিধার জন্যই কারাগারে অস্থায়ী আদালতের ব্যবস্থা করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংবিধানের দোহাই দিয়ে এ বিষয়ে জনগনকে বিএনপি বিভ্রান্ত করতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি।

বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সহযোগী সংগঠনের সাথে যৌথ সভার আগে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, কারাগারে আদালত বসানো যাবে না সংবিধানের কোথাও এমন বিষয়ের উল্লেখ নেই। কারাগারে আদালত বসানোর দৃষ্টান্ত জিয়াউর রহমানই তৈরি করেছিলেন বলেও দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলার মতো জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাও দীর্ঘায়িত করার প্রচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

Exit mobile version