Site icon Jamuna Television

জ্বলছে হাওয়াই; এখন পর্যন্ত নিহত ৬৭, নিখোঁজ প্রায় ১ হাজার মানুষ

ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগ দেখছে, যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ। চলমান দাবানলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে। আর এখনও নিখোঁজ আছেন হাজারের কাছাকাছি মানুষ। খবর স্কাই নিউজের।

হাওয়াইয়ের ফায়ার ব্রিগেড ও ন্যাশনাল গার্ডের আশঙ্কা- সময়ের সাথে সাথে বাড়বে মৃতের সংখ্যা। এরইমধ্যে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে ঐতিহাসিক শহর- লাহাইনা।

এদিকে, এখনও আগুন পুরোপুরি নেভাতে না পারলেও; অধিবাসীদের জন্য দুর্যোগপ্রবণ এলাকা খুলে দিয়েছে প্রশাসন। তবে শেষ সম্বলটুকুর সন্ধানে অনেকেই লাহাইনায় ফিরছেন।

এরইমধ্যে, দাবানলে পুড়ে যাওয়া অঞ্চলগুলোয় রাত্রিকালীন কারফিউ জারি করেছে হাওয়াই প্রশাসন। রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত সেটি বহাল থাকবে। মাউই দ্বীপের পশ্চিমাঞ্চল এখনও পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন; নেই পানি ও মোবাইলের সংযোগও।

গভর্নরের দাবি, ভয়াবহ দাবানলে পুড়ে গেছে অঞ্চলটির ৮০ ভাগ এলাকা। ১৭শ’ ঘরবাড়ি-স্থাপনা পরিণত হয়েছে ছাইয়ের স্তূপে। মঙ্গলবার থেকে দাবানলের সূত্রপাত। প্রশান্ত মহাসাগরীয় হারিকেনের তীব্রতায় দ্রুত ছড়িয়েছে আগুন।

/এসএইচ

Exit mobile version